রমযান/রোযা

বিদায় রমযান: শেষ ক্ষণের শেষ চাওয়া

শেষ ক্ষণে প্রভু তোমার দুয়ারে যখন
হতাশ হইনি কভু, কিরূপে হব এখন?

নিজের আমল যতই দেখি সবি
নিরাশার যেন শুধুই প্রতিচ্ছবি…
অসীম দয়ার কাছে এ কিছুই নয়
সকল গুনাহ ধুয়ে মুছে হবে লয় –
তাই দিলে বড় আশা আছে,
কেউ কি আর নিরাশ তোমার কাছে !?

গাফলতিতে কেটেছে দিবা-রাত
ভুলে গেছি এ মাস যে মাগফিরাত,
শেষ ক্ষণে হুঁশ এল হঠাৎ
কী যেন হল ছাড়া এ হাত!

হয়েই গেল, কী করব আমি!
এখন তপ্ত তাই গো দিবাযামী।

তারপরও তুমি জাগায় দিয়েছ মোরে
এসেছি আমি ফের তব দুয়ারে…
যে দুয়ার খোলাই খোলা হায়
সব পাপীরা চাইলে ক্ষমা পায়।

এ শেষ ক্ষণে রমযানে গো আমার
মিটাও জীবনে যা আছে গুনাহর!
করে দাও ক্ষমা – পূর্ণ কর গো আশা
দিয়ে দাও মোরে তোমারই ভালোবাসা।

Last Updated on October 2, 2022 @ 10:46 am by IslamInLife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it