কুরআন

অন্তরের জং দূর করার দুই আমল

প্রিয় নবীজি ﷺ আমাদের জানিয়ে দিয়েছেন যে অন্তরের জং দূর হয় মৃত্যুর স্মরণ ও তেলাওয়াতে কুরআন – এই দুটি আমলের দ্বারা। (শো’আবুল ঈমান)

প্রথম যে আমলটির উল্লেখ এ হাদীসে করা হয়েছে, যার মাধ্যমে অন্তরের জং দূর হয়, তা হল মৃত্যুর স্মরণ। মৃত্যুর স্মরণ গাফলত দূর করার অন্যতম উপায়। মৃত্যুর স্মরণের ফলশ্রুতিতে মুমিন এ কথাকে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, তাকে একদিন মরতে হবে। আজ হোক বা কাল, পার্থিব হায়াত শেষ হবে। পরকালে যেতে হবে তাকেও। আল্লাহ তাআলার সামনে সবার উপস্থিতি অনিবার্য। আজ আমি যে আমল করছি, আখেরাতে তার বিনিময় পাওয়াটা অবধারিত। মৃত্যুর স্মরণ থেকে বিমুখ হয়ে আমরা গাফলতের অন্ধকারে নিমজ্জিত হয়ে যাই।

দ্বিতীয় যে আমলটির উল্লেখ এ হাদীসে করা হয়েছে, যার মাধ্যমে অন্তরের জং দূর হয়, তা হল তেলাওয়াতে কুরআন। এমন সময় এ উম্মতের অতিক্রান্ত হয়েছে যখন ভোরবেলা ঘরে ঘরে কুরআন মাজীদের তেলাওয়াত হত। মুসলিম ঘর থেকে সে তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। সেটা একেবারে সর্বস্তরের মুসলমানদের দৈনিক আমল ছিল। সাধারণ থেকে সাধারণ মুমিনগণ জাগতিক কাজ-কারবার শুরুর আগে  তেলাওয়াত করে নিতেন। আজ আমরা কী অবস্থায় উপনীত হয়েছি – সেতো সুস্পষ্ট!

যেহেতু মৃত্যুর স্মরণ ও তেলাওয়াতে কুরআন অন্তরের জং দূর হয় তাই মুমিনের একটি দিনও এ দুটি আমল ব্যতীত অতিবাহিত হতে পারে না। আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থা পর্যবেক্ষণ করি। যদি এ কাজগুলোর ব্যাপারে ঘাটতি থাকে, সাহস করে কাজগুলো করা চেষ্টা করতে থাকি ও আল্লাহ তাআলার কাছে এমন মহৎ কাজের তাওফীক চাইতে থাকি। যা কিনা আমি মৃত্যুর সময় পৃথিবীতে রেখে চলে যাব তার জন্য যথেষ্ট কষ্ট, ক্লেশ ও পরিশ্রম করা হচ্ছে। পক্ষান্তরে, আখেরাতের বিষয়ে উদাসীনতা বেড়েই চলছে। এ থেকে আজ, এখন থেকেই সতর্ক হয়ে যাই।

হে আল্লাহ আমাদেরকে তুমি প্রতিদিন মৃত্যুর স্মরণ ও কুরআনুল কারীম তেলাওয়াতের তাওফীক দাও। (আমীন)

Last Updated on July 25, 2022 @ 11:24 am by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it