সন্তানকে সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য মৌলিক তিনটি বিষয় ছোট থেকেই শিক্ষা দেওয়া জরুরি। এই তিনটি বিষয়কে উলামায়েকেরাম বিশেষভাবে উল্লেখ করেছেন। যার ভেতর এই তিনটি গুণ ছোটবেলায় অঙ্কুরিত হবে, বাকি জীবন নেক অভ্যাসের স্তম্ভে তার জীবন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সৎকাজ অভ্যাসে পরিণত হবে ও তার দ্বারা বড় বড় অন্যায় থেকে বেঁচে থাকা সহজ হবে ইনশাআল্লাহ।
এই তিনটি গুণ হল: মিথ্যা কথা সম্পূর্ণরূপে পরিহার, সাধ্যমত অন্যের খেদমত ও সময়মত নামায আদায়।
সন্তান যখন থেকে বুঝতে শুরু করবে তখন থেকেই এই তিনটি বিষয় শিক্ষা দেওয়ার ফিকিরে লেগে যেতে হবে।