আখলাক ও আত্মশুদ্ধিসহজ আমল

সফলতা লাভের সহজ চিন্তা ও চেষ্টা

অনুকূল অবস্থায়ও নেক কাজ করতে থাকুন। শোকর আদায়ে আলসেমি ও গাফলতি করবেন না! ইনশাআল্লাহ প্রতিকূল অবস্থায়  আল্লাহ তাআলার পথে দৃঢ় থাকা সহজ হবে।

আমাদের দৃষ্টি অনেক স্থুল। অনেক সময় আমাদের কাছে নিজেদের অনুকূল অবস্থাও প্রতিকূল মনে হয়। এর একটি কারণ হল, আমরা সবকিছু মন মতন চাই, সময়মতন চাই। আল্লাহ তাআলাই সবকিছু সময়মতন দেন। তাঁর সব সিদ্ধান্ত আমাদের জন্য কল্যাণকর। এটি দৃঢ়ভাবে বিশ্বাস করে নেককাজে লেগে থাকার মধ্যে পরম শান্তি, চির সফলতা।

খলিফাতুল মুসলিমীন উমর ইবনুল খাত্তাব رضي الله عنه কথাটি মনে রাখতে হবে! মাফহুম (অর্থ বা উদ্দেশ্য) মোটামুটি এমন: কীসে যে আমার কল্যাণ আর কীসে অকল্যাণ — তা আমি জানি না।

উলমায়েকেরাম ও আল্লাহওয়ালাগণ একটি কথা খুব বলেন, কুরআন ও হাদীসের এটি স্বার নির্যাসের মতনই বটে! (কথাটি এমন, মুফতী তাকী উসমানী উনার শায়খ আবদুল হাই আরেফী رحمة الله عليه এর উক্তি হিসেবেও কথাটি নকল করে থাকেন) “খুব বেশি রুজু’ ইলাল্লাহ কর”, অর্থাৎ সদা সর্বদা আল্লাহ অভিমুখী হও, মাওলা-মুখী থাক।

আমাদের সব বিপদাপদ, চিন্তা আর অসুবিধার এ হল মহৌষধ।

Last Updated on September 26, 2023 @ 10:18 am by IslamInLife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it