কুরানো মানিক

শায়খ আহমাদ সেরহিন্দ رحمة الله عليه এর বাণী

শায়খ আহমাদ সেরহিন্দ رحمة الله عليه যিনি “মুজাদ্দেদে আলফেসানী” হিসেবে বেশি পরিচিত, বলেছেন (অর্থ):-

⬛ আখেরাতের কাজটি আজকেই কর, দুনিয়ার কাজ আগামীকালের জন্য মুলতবি করাতে দোষ হবে না।

⬛ শুধু ধনাঢ্যতার কারণেই যে ব্যক্তি কোনো বড়লোকের কাছে গিয়ে অনুনয় বিনয় প্রকাশ করে, সে তার দ্বীন-ঈমানের দুই-তৃতীয়াংশই বরবাদ করে দিল।

⬛ শরীয়তের নিয়ম-কানুন অনুযায়ী ক্রয়-বিক্রয় করলেও তা যিকিরের অন্তর্ভুক্ত হয়ে যায়।

⬛ যে সমাবেশ মুসলমানদের মধ্যে বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হতে পারে, তা থেকে সরে থাকবে।

⬛ শরীয়ত অনুমোদিত নয়, এমন সাধনা পদ্ধতি ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়।

সুন্নতের নিয়তে দ্বিপ্রহরে একটু শয়ন – সুন্নত পদ্ধতির পরিপন্থী অগণিত রাত জাগরণের চেয়ে উত্তম।

⬛ বাহ্যিক আচার-আচরণই প্রকৃত পক্ষে অভ্যন্তরীণ চরিত্রের প্রতিচ্ছবি হয়ে থাকে।

⬛ অন্যের সাথে সম্পর্ক যত গভীর হতে থাকে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তত শিথিল হতে থাকে।

⬛ তোমার অধীন পরিবার-পরিজনের আমল সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

⬛ আগ্রহীদের মধ্যে সাধ্যমত ভালো কথা পৌঁছাতে থাকবে; হঠকারীদের সাথে বিতর্ক পরিহার করে চলতে চেষ্টা করবে।

⬛ আল্লাহওয়ালাগণের কোনো কারামত অনুসন্ধান কর না। তাদের অস্তিত্বটুকুই সর্বাপেক্ষা বড় কারামত।

কৃতজ্ঞতা স্বীকার: মাওলানা মুহিউদ্দীন খান সাহেব সংকলিত কুড়ানো মানিক (৩য় খন্ড) থেকে।

Last Updated on June 13, 2022 @ 11:12 am by IslamInLife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it