পাকিস্তানের বয়োজ্যেষ্ঠ বুযূর্গ আলেমে-দ্বীন শায়েখ জুলফিকার নকশবন্দি—যিনি পীর জুলফিকার সাহেব নামে সুপরিচিত—ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা উনার আত্মার ওপর অশেষ রহমত বর্ষণ করুন (আমীন) !
তিনি তাঁর সহজ-সরল কথার মাধ্যমে, আধ্যাত্মিক পথে দাওয়াতি কাজ জারি করে ও লাখো শিষ্যের মাধ্যমে এক অনন্য ও বরকতময় উত্তরাধিকার রেখে আখেরাতের উদ্দেশ্যে বিদায় হয়েছেন।
এমন এক আলেমে-দ্বীন আল্লাহওয়ালার ইন্তেকালে ইসলামইনলাইফ টিম গভীরভাবে শোকাহত। তবে এটাই স্বাভাবিক যে প্রত্যেককে নির্ধারিত সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহ তাআলার সান্নিধ্যে ফিরে যেতে হবে।
আমরা শায়েখ জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহির জন্য দোআ করি—আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌসে উনার মর্যাদা উন্নীত করেন, তার সকল মহৎ কাজ কবুল করেন এবং সেগুলোকে আমাদের সবার নাজাতের মাধ্যম বানিয়ে দেন। আমীন।
আল্লাহ তাআলা আমাদেরকেও যেন এমন ব্যক্তিবর্গের অনুসরণের পথে পরিচালিত করেন এবং সবসময় আমাদের ওপরে এমন আলেম ও পরহেজগারগণের ছায়াকে দীর্ঘায়িত করেন – আমীন।




