Dark Mode Light Mode

শবে বরাত: করণীয় ও বর্জনীয় – ১

১৫ই শাবান অর্থাৎ শবে বরাত (শাবানর চৌদ্দ তারিখ দিবাগত রাত) খুব কাছে।

শবে বরাত বিষয়ে আমাদের সমাজে রয়েছে প্রান্তিক ধারণা ও বিশ্বাস। একদল একে সম্পূর্ণ বিদআত বলে অগ্রাহ্য করে। আরেক দল একে শবে কদর তুল্য মনে করে এ রাতে অত্যধিক বাড়াবাড়ির সাথে ইবাদত করে। অথচ সঠিক মত সেটাই যা আমাদের নেককার পূর্বসূরিগণ নিজেরা আমল করেছেন ও অন্যদের তাগিদ করেছেন। সাহাবা رضي الله عنهم , তাবেঈন, তাবে-তাবেঈন ও পরবর্তী উলামায়ে-হক ও বুযূর্গগণ এ রাতে ব্যক্তিগত ইবাদতকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। এ সম্পর্কিত সহীহ হাদীস আছে। মুআয ইবনে জাবাল رضي الله عنه বলেন, নবী কারীম ﷺ ইরশাদ করেছেন (অর্থ), আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে (শাবানর চৌদ্দ তারিখ দিবাগত রাতে) সৃষ্টির দিকে (রহমতের) দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন। সহীহ ইবনে হিব্বান: ১৩/৪৮১, ৫৬৬৫, শুআবুল ঈমান: ৩/৩৮২, ৩৮৩৩

শবে বরাত বা ‘মুক্তির রাত’ নামে খ্যাত অর্ধ-শাবানের রাতটি ফজিলতপূর্ণ নয়ই অথবা এ রাত উপলক্ষে ইবাদত করা বিদআত – এ কথা মুহাক্কিক উলামায়েকেরাম নাকচ করে বলেছেন, এ রাতে ব্যক্তিগত ইবাদত হাদীস দ্বারা প্রমাণিত।

আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

জীবনে সময়ের বরকত পেতে হলে করণীয়: ১০

Next Post

শবে বরাত: করণীয় ও বর্জনীয় – ২