চিন্তার খোরাক​

মৃত্যুকে আমরা কেন ভয় পাই

আমাদের জন্য খুব শিক্ষামূলক উপদেশ। এক বুযূর্গকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত, আমরা মৃত্যুকে এত ভয় পাই কেন? উনি যা বলেছিলেন তার সারাংশ এমন: পাবেনা! দুনিয়াত তোমরা আবাদ করেছ। কিন্তু আখেরাত! আখেরাত মোটেও আবাদ করনি। কেউ কি আবাদী জায়গা ছেড়ে অনাবাদী জায়গায় যেতে চায়?

দেখুন ঠিক এই কারণে, মৃত্যুকালে মুমিনের রুহ খুব শান্তিতে ও আরামে পরপারের পানে যাওয়ার উদ্দেশ্যে শরীর নামক খাঁচা থেকে বেরিয়ে আসবে। আর কাফিরের রুহ বের হতে চাইবে না; সে ভয় পেয়ে যাবে।

Last Updated on July 20, 2022 @ 12:27 pm by IslamInLife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it