অনুপ্রেরণামুলকবিবিধ প্রবন্ধ

মুফতী ইব্রাহীম ডেসাই রাহমাতুল্লাহি আলাইহি

মুফতী ইব্রাহীম ডেসাই رحمة الله عليه। আমাদের মাঝ থেকে হঠাৎ করে যিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন গত বছর..*

https://askimam.org/ নামে উনার সাইটটির খেদমত ছিল বিশ্বব্যাপী গৃহীত ও সমাদৃত (আলহামদুলিল্লাহ এখনও আছে, থাকবে ইনশাআল্লাহ)। মুফতী মাহমূদ হাসান গাঙ্গুহী রাহমাতুল্লাহি আলাইহের সুযোগ্য খলীফা ছিলেন। ইন্ডিয়ান বংশোদ্ভূত কিন্তু সাউথ আফ্রিকাতেই জন্ম (১৯৬৩ইং-এ) এই আলেমে-দ্বীন সাউথ আফ্রিকাতেই বসবাস করতেন। অবশ্য দ্বীনি সফর করেছেন বিশ্বময়। সাউথ আফ্রিকাতে তার শায়খ মুফতী মাহমূদ হাসান গাঙ্গুহী رحمة الله عليه -এর আরও খোলাফা ও শাগরেদগণ আছেন। আর এই মহাপুরুষ (মুফতী মাহমূদ হাসান গাঙ্গুহী رحمة الله عليه)-এর কবরটিও সাউথ আফ্রিকাতেই!

মুফতী ইব্রাহীম ডেসাই رحمة الله عليه ভুলার মতন ব্যক্তি নয়। হকের পক্ষে বুলন্দ আওয়াজের ও বাতিলের বিরুদ্ধে স্পষ্টভাষী একজন আলেমে দ্বীন ছিলেন। আখলাকে-সীফাতে ছিলেন অনন্য! ইন্তেকালের পর-মুহূর্তে তার পরিবার, ছাত্র, বিশিষ্ট্য ব্যক্তিবর্গ সবাই তার অনুপম আখলাকের সাক্ষ্য দিয়েছেন। দ্বীনের খেদমতে তিনি ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ এক পুরুষ। মাশাআল্লাহ..এমন ক্ষণজন্মা পুরুষ শতাব্দীতে কয়জন আগমন করে?!

উনার ছেলে, মাওলানা ইসমাঈল ডেসাইর একটি টুইট আপনাদের সঙ্গে শেয়ার করছি: The http://askimam.org website started many years ago in the early 1990’s when my father visited America and was posed a question on the Miswaak. The brother then requested my father to setup a website and post the answer. This is the humble beginning of askimam! (টুইটের সময়: 12:21 AM · Jul 16, 2021, উনার বাবার ইন্তেকালের পর দিন)

[এ ক্ষণে একটি কথা না বললেই নয়! বিশেষ শ্রদ্ধার সঙ্গে সাউথ আফ্রিকার উলামায়েকেরামকে স্মরণ করছি! উনাদের অনলাইন খেদমত দেখে অনুপ্রাণিত হয়েই একদিন islaminlife এর মতন সাইটের জন্ম হয়েছিল। প্রথম যে সাইটটি দেখেছিলাম সেটি alhaadi.org.za]

জীবন সায়াহ্নে, মুফতী ইব্রাহীম ডেসাই رحمة الله عليه যখন কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন, একজন অমুসলিম নার্স হযরতের আচার-আচরণের প্রভাবে মুসলমান হয়ে গেছেন। হযরতের ছেলে বাবার তাকওয়ার কথা বলতে গিয়ে জানিয়েছেন, আমাদের আব্বা শপিং মলে যেতেন না। একবার বিশেষ প্রয়োজনে অর্থাৎ একটি দ্বীনি কাজে তাকে সেখানে যেতে হয়েছিল। তিনি অতি শীঘ্রই সেখান থেকে বের হয়ে এসে বলেছিলেন, দ্রুত চল! এগুলো শয়তানের বাসা-বাড়ি। (কাউকে একটুও হেয় অর্থে কথাটি বলেননি। হাদীসেই তো আছে যে, বাজার নিকৃষ্টতম জায়গা। আর তার উপর আমরা যেসব গুনাহর আসবাব দিয়ে শপিং মলে সাজিয়েছি, আলাদা করে সেখানের ফেতনার কথা বলার অপেক্ষা রাখে না!)।

Islaminlife-এর একটি সৌভাগ্যের কথা বলি।

২০০৮ সালের ১৮ই এপ্রিলে মুফতী ইব্রাহীম ডেসাই رحمة الله عليه -কে আমরা একটি ইমেইল করেছিলাম। তখন www.islaminlife.com-এর জন্ম হয়নি। ছিল একটি ফ্রী ব্লগ:  www.islam-inlife.blogspot.com. মেইলটির উদ্দেশ্য ছিল: হযরতকে তার সুন্দর খেদমতের জন্য জাযাকআল্লাহ দেওয়া, আমাদের জন্য দোআ চাওয়া ও একটি অনুমতি গ্রহণ। হযরত মেইল পেয়ে উনার আনন্দ প্রকাশ করেছেন। রিপ্লাই দিয়েছেন ২৭শে এপ্রিল, ২০০৮ইং তারিখে। আমাদেরকে অনুমতি দিয়েছিলেন উনার সাইটের লেখা উনাদের প্রযোজ্য শর্তে প্রকাশ ও ব্যবহার করতে। যদিও ঐ শর্তগুলো উনাদের সাইটেই ছিল/আছে, কিন্তু আজ এ চিন্তা করে বিশেষ আনন্দ লাগছে যে, হযরতের দোআ ও অনুমতি বিশেষভাবে নেওয়ার তাওফীক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন এবং আমরা তা উনার কাছ থেকে সরাসরি পেয়েছি! আলহামদুলিল্লাহ।

হযরতের ইন্তেকাল হয়েছে: ১৫ই জুলাই, ২০২১ইং ডারবান, সাউথ আফ্রিকাতে। আল্লাহ তাআলা উনাকে ক্ষমা করুন, উনার সব খেদমত কেয়ামত পর্যন্ত জারি রাখুন। উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন! আমীন।

প্রতিটি মানুষ
দুনিয়া ছেড়ে যায়
কেউ শুধু কাঁদায়
কেউবা সঙ্গে ভাবায়।

কেউবা সঙ্গে অন্তরে
এক আঘাত করে হায়!
তাদের বিয়োগ
..কত বার্তা দিয়ে যায়
তোমায় আমায়।
তাদের যদি
অনুসরণ করা যায়
ইনশাআল্লাহ
বলি দৃঢ় আশায়:
জীবন ধন্য হবে
হবে নাজাতের উপায়!

Durban, South Africaর Browns Avenue graveyard-এর Madrasah Akhtarul Uloom, Overport-এর ঠিক বিপরীতে 371 নম্বর কবরটি মুফতী ইব্রাহীম ডেসাই رحمة الله عليه -এর (যেটির ছবি প্রবন্ধের সঙ্গে দেওয়া হয়েছে)।

———————————————————————–

*আসলে মৃত্যু যখন আসার, তখনই আসে। আমাদের স্থূল দৃষ্টি অনেক সময় এ সত্যটি এড়িয়ে যায়। কিন্তু এটি গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলার আদেশেই কল্যাণ!

Last Updated on March 21, 2023 @ 12:05 pm by IslamInLife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it