ঈমান ও আক্বীদাইবাদত

ইহসানের স্তরে ইবাদত

হাদীসে জীবরাঈল থেকে প্রথমে ইহসান-এর অর্থটি জেনে নিন…

ইহসান কী – এ প্রশ্নের জবাবে রাসূলে কারীম ﷺ বলেছিলেন:

أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه فإنه يراك

অর্থ: এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত কর যেন তুমি তাঁকে দেখছ। যদিও তুমি তাঁকে দেখ না, তিনি তোমাকে দেখছেন। (মুসলিম)

ইহসানের স্তরে ইবাদতকে উন্নীত করার জন্য আমাদের সাধনা করা উচিত। সব সময় আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আমি তাঁরই সামনে। এ অনুভূতি জাগ্রত থাকলে বান্দা যেন চরম ও পরম লক্ষে পৌঁছে গেল।

মুমিনের পূর্ণ জীবনটি ইবাদত। যেকোনো অবস্থা ও যেকোনো অবস্থানে সে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের অধীনে ও আল্লাহ পাকের সম্মুখে – তাঁরই নজরবন্দীতে। কখনো এমন হয় না আল্লাহ পাককে ফাঁকি দেয়া যায়। দেখুন কবি কী বলে:

শয়নে হোক বা স্বপনে
প্রকাশ্যে আর গোপনে
তুমি দেখছ, দেখ সব
শ্রেষ্ঠ তুমিই, তুমি রব!

আমি খুঁজে ফিরি তোমাকে
রাতে-দিনের আলোকে
নিদ্রা বা জাগরণে
তুমি আছ সব ভূবণে!

বান্দা যখন এ অবস্থা অন্তরে অনুভব করবে যে আল্লাহ তাআলা তাকে দেখছে, তার সব কিছু শুনছে, তখন বান্দার দ্বীন ও দুনিয়া কেবল আল্লাহ তাআলার রাহে বিলীন হবে। অন্যেরা তার বিভিন্ন অবস্থা দেখে ভাববে – লোকটা পাগল নাকি?! বাস্তবিকই সে পাগল। সে আল্লাহর পাগল।

Last Updated on February 14, 2023 @ 3:39 pm by IslamInLife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it