বিপদের প্রতিকারে অন্যতম পথ
আজ আমাদের যে বিপদাপদ, দুঃখ ও দুর্দশা সেটার অন্যতম কারণ হল আমাদের গুনাহ। গুনাহ মানেই হল সৃষ্টিকর্তা ও পালনকর্তার নাফরমানী করা। নাফরমানী কি অব্যাহত রাখা যায়?…তাও আবার বিশ্বচরাচর প্রভুর বিরুদ্ধে?!
পার্থিব জীবনে দুঃখ কষ্ট থাকবেই সত্য। কিন্তু তা যেরকম আজ সহ্যের সীমা ছাড়িয়ে হাহাকার রূপ নিচ্ছে, সেটা একমাত্র আল্লাহ তাআলাকে নারাজ করার জন্যই।
সাধ্য অনুযায়ী গুনাহ ছাড়লে দেখবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসছে। মানসিক প্রশান্তি লাভ হচ্ছে।
গুনাহ পরিত্যাগের অনুশীলন প্রথমে দৈনিক করতে হবে। কারণ ‘নফস’ বা প্রবৃত্তি বর্তমানে প্রতিদিন গুনাহর তাড়না দিয়ে বার বার জয়ী হচ্ছে। সেজন্য প্রথম প্রথম গুনাহ ছাড়তে একটু বেশি কষ্ট করতে হবে। কিন্তু এঁর ফলাফল হবে খুবই উপকারী! অতি শীঘ্রই গুনাহর প্রবণতা কমে গিয়ে নেক কাজের প্রবণতা বেড়ে যাবে ইনশাআল্লাহ। দু’ চার মাস কষ্ট করে যদি সারাজীবন নেক পথে চলা যায় সেটা কত বড় পাওয়া!