আল্লাহ তাআলার পথে সামান্য চেষ্টা
আল্লাহ তাআলার পথে সামান্য চেষ্টারও অসামান্য মূল্য। আমাদের উচিত চেষ্টা করে যাওয়া। এতটুকুই হল বান্দার দায়িত্ব।
গুনাহ হচ্ছে কিন্তু গুনাহ ত্যাগের চেষ্টা নেই – এমনটা যেন না হয়। গুনাহ হচ্ছে কিন্তু গুনাহ ত্যাগের চেষ্টা অব্যাহত রাখতে হবে। ফলে তওবার তাওফীকও হবে, গুনাহ পরিত্যাগও সম্ভব হবে ইনশাআল্লাহ।
শয়তান আমাদেরকে নেক পথের প্রচেষ্টায় বাঁধা দেয়। নেক প্রচেষ্টাকে ছোট করে দেখায়, কষ্টকর বলে প্রবঞ্চনা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার বিপরীতে বিরাট বিনিময়ের তো প্রতিশ্রুতি দিয়েছেনই, নেক কাজ সহজ করে দেয়ার ও সাহায্য করারও প্রতিশ্রুতি দিয়েছেন।
আসুন, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা নেক প্রচেষ্টায় নিয়োজিত হই ইনশাআল্লাহ! আল্লাহ তাআলা আমাদের দুনিয়া ও আখেরাতের সব প্রয়োজন পূরণে যথেষ্ট। তাঁর কাছে সাহায্য চাওয়াই বুদ্ধিমানের কাজ।