ইবাদতরমযান/রোযা

রমযানুল মুবারকের প্রস্তুতি – ৮

বর্জনীয় যত কাজ আছে তার মধ্যে মুখ ও দৃষ্টির অপব্যবহার অন্যতম। এ দুটি অঙ্গ এমন, এদের ম্যধ্যমে যেমন সবচেয়ে ভালো কাজ করা সম্ভব, এদের মাধ্যমেই আবার সবচেয়ে মন্দ কাজ করা যায়।

কুরআন মাজীদের আয়াত দেখে পড়া কত বড় ইবাদত। আবার এ দৃষ্টিকে যদি পর-নারী দর্শনে ব্যবহার করা হয়, তা কতই না মন্দ। মুখ দিয়ে আল্লাহর কালাম পড়াটা কত বড় ইবাদত। এ মুখ দিয়ে অন্যের নিন্দা করা, মিথ্যা বলা ও গালাগালি করা কতই না জঘন্য।

রোযা এসব বর্জনীয়কে সম্পূর্ণ পরিহার করা শেখায়। করণীয়কে মজবুত করা শেখায়।

মুমিনকে সতর্ক হতে হবে। মুমিন স্মরণ রাখবে যে, আমি মুখ ও চোখের গোলাম নই। আমিও এদের মালিকেরই গোলাম।

Last Updated on February 4, 2023 @ 12:45 pm by IslamInLife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it