বিবিধ প্রবন্ধ

জীবনকে সহজ ও সুন্দর করার উপায়

আমাদের জীবন যদি আল্লাহ পাক সহজ ও সুন্দর না করেন তা কোনোভাবেই সহজ ও সুন্দর হবে না। কারণ আমাদের মালিক আল্লাহ পাক।  তিনি ছাড়া আর কোনো মালিক নেই আমাদের। সুস্থতা থেকে শুরু করে আমরা যত ধরণের আরাম ও শান্তির প্রত্যাশী, সবই আল্লাহ পাকের হুকুমে অর্জন সম্ভব।

আমাদের জীবনে যেকোনো প্রতিকূলতা আসুক, সেটার মূল চাবিকাঠি যাঁর হাতে তাঁর কাছে নত হয়ে যেতে হবে। তাঁর কাছে নত হওয়ার ব্যাপারটা অবশ্য প্রতিকূল অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ মালিক তো তিনি সার্বক্ষণিক। প্রতিকূলতা যেমন তাঁর হুকুমে আসে, আনুকূল্যও আসে তাঁরই হুকুমে। অনুকূল অবস্থায় এ আশঙ্কা থাকে যে, আমার এই ভালো অবস্থা ছিনিয়ে নেয়া হতে পারে। মালিকের প্রতি আমাকে সদা-সর্বদা নত থাকতে হবে।

মালিক কিন্তু সম্পূর্ণ বেনিয়ায। তাঁর আমাদের কারোর ইবাদত-আরাধনার প্রয়োজন নেই। আমাদের জন্য তাঁর ইবাদত-আরাধনা করা ফরয। এছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই।

সবসময় ও সব অবস্থায় আল্লাহ পাকের দিকে মনোনিবেশের সহজ-সরল-শ্রেষ্ঠ পন্থা হল প্রিয় নবীজি ﷺ এর সুন্নতের অনুসরণ। আমরা নিজ থেকে কোনো পন্থা অবলম্বন করলে সেটা পরিপূর্ণ হওয়া দূরের কথা, তা অনেক রকম ত্রুটিযুক্তই হবে। মনে করুন কোনো ব্যক্তি কোনো কঠিন বিপদ বা দুশ্চিন্তার সম্মুখীন হয়েছে। এ অবস্থায় মুক্তির পথ কী — নবীজি ﷺ আমাদেরকে দেখিয়েছেন। সেই পথ অবলম্বনের ফলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে। যেকোনো অবস্থায় নবীজি ﷺ-এর সুন্নত অবলম্বন করলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে। এ দৃঢ় বিশ্বাস একজন মুমিনের থাকে। তাই কথায় আছে, মুমিন বিপদে মচকায়, ভেঙে পড়ে না।

এটা আল্লাহ পাকের রহমত বৈ কিছু নয়। জীবনকে সহজ ও শান্তিপূর্ণ করতে কে না চায়?! আর মালিক হলেন এমন সত্ত্বা যিনি সব ক্ষমতার অধিকারী। তাঁর কাছে কী অসম্ভব? আমরা সাহস করে তাঁর পথে পা দেই আর তাঁর কাছেই সব প্রয়োজন বলে ফেলি। তাহলেই জীবনটা সহজ ও শান্তিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ।

Last Updated on February 21, 2023 @ 11:40 am by IslamInLife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it