কুরআনরমযান/রোযা

কুরআন মাজীদের জীবন গড়ার মাস – ১

মুমিন সারাটি জীবন কুরআন মাজীদকে ধারণ করে থাকে। পবিত্র রমযান যেহেতু কুরআন নাযিলের মাস ও সেই সূত্রে আল্লাহ পাকের অসীম রহমতের মাস, তাই স্বাভাবিকভাবেই এ মাসে কুরআনুল কারীমের সঙ্গে মুমিনের সবচেয়ে বেশি সময় অতিবাহিত হয়। এর ফলে তার জীবন ও সাধনা যেন বসন্তের মতন নতুন জীবন লাভ করে। এর অর্থ হল, বান্দা আবারও মাওলার বিশেষ সান্ন্যিধ্যে ধন্য হয়ে থাকে। এ নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাঁর বান্দাদের জন্য গায়েবী এক ব্যবস্থাপনা।

পবিত্র রমযানে যদি শুধু তেলাওয়াতও হয় সেটা কম নয়, কিন্তু সাধ্যানুযায়ী আরও প্রচেষ্টা চালানো উচিত। আল্লাহর পথে অগ্রসর হওয়ার জন্য মুমিনের চেষ্টা অব্যাহত থাকাটাই তো স্বাভাবিক। তার উপর কুরআনুল কারীমের মত শ্রেষ্ঠ নেয়ামত যখন হাতে আছে, সর্বোচ্চ চেষ্টা করা জরুরি!

কুরআন থেকে বেশি ফায়দা গ্রহণের আরও উপায়ের মধ্যে আছে। কুরআনের নির্ভরযোগ্য অনুবাদ ও তাফসীর অধ্যায়ন অন্যতম একটি। আরও আছে, পবিত্র কুরআন বিষয়ক নির্ভরযোগ্য বই ও প্রবন্ধ (যেগুলো উলামায়েকেরাম লিখেছেন) মনোযোগ সহকারে অধ্যায়ন। যদি কারো ভাগ্যে কোনো আলেমে দ্বীনের তাফসীর নিয়মিত শোনা হয়, সেতো বিরাট সৌভাগ্য।

যদি এমন হয় যে, কুরআন মাজীদ তেলাওয়াতে দুর্বলতা থাকে, বা তাজবীদ শেখাই না হয়ে থাকে, তাহলে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে। আল্লাহ না করুন, এ বিষয় অবহেলাকারী অনেক বড় ক্ষতির মধ্যে পড়ে যাবে।

Last Updated on February 4, 2023 @ 12:59 pm by IslamInLife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it